Education Article

একনজরে নোবেল প্রাইজ ২০২২ তালিকা | Noble Prize at a glance

BDNiyog Telegram AD

নোবেল পুরস্কার প্রদান করা হয় মোট ৬ টি বিষয়ে। বিষয়গুলো হলঃ ১. পদার্থবিজ্ঞান ২. রসায়ন ৩. চিকিৎসা শাস্ত্র ৪, অর্থনীতি ৫. সাহিত্য ৬. শান্তি। ২০২২ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

চিকিৎসা শাস্ত্র নোবেল বিজয়ী ২০২২

সোয়ান্তে প্যাবো
সোয়ান্তে প্যাবো

চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো। আজ সোমবার নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে।

নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।

পদার্থবিজ্ঞান নোবেল বিজয়ী ২০২২

ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার
ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গার

এ বছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, আমেরিকার জন এফ ক্লজার ও অস্ট্রিয়ার অ্যান্টন জেলিঙ্গারবেল ইনেকুয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম এন্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয় বলে আজ মঙ্গলবার নোবেল কমিটি জানায়।

রসায়ন নোবেল বিজয়ী ২০২২

ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেস।
ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডালকে ব্যারি শার্পলেস

চলতি বছরে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডালকে ব্যারি শার্পলেস। আজ বুধবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই তিনজনের নাম ঘোষণা করেছে।

নোবেল কমিটি জানায়, ক্লিক রসায়ন ও বায়োঅর্থোগোনাল রসায়নে অবদান রাখায় ক্যারোলিন আর বার্তোজ্জি, মর্টেন মেলডাল ও কে ব্যারি শার্পলেসকে রসায়নে এ বছরের নোবেল দেওয়া হলো। ‘ক্লিক কেমিস্ট্রি’সংক্রান্ত তাঁদের গবেষণা আগামী দিনে ওষুধশিল্পকে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছে নোবেল কমিটি ।

সাহিত্যে নোবেল বিজয়ী ২০২২ হলেনঃ

অ্যানি অ্যারনো
অ্যানি অ্যারনো

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখক অ্যানি অ্যারনো। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় স্টকহোমে এ বছর সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক টুইটার বিবৃতিতে জানিয়েছে, ফরাসি লেখক অ্যানি অ্যারনোকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার সাহসী ও তীক্ষ্ণ লেখার শক্তির কারণে

শান্তি নোবেল বিজয়ী ২০২২

photo 2022 10 07 15 57 30
বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ।

২০২২ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কি, রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ

পুরস্কার বিজয়ীরা তাদের নিজ নিজ দেশে সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। তারা বহু বছর ধরে ক্ষমতাসীনদের সমালোচনা করার অধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিতের বিষয়ে প্রচারণা চালিয়েছেন।

অর্থনীতিতে নোবেল বিজয়ী ২০২২

IMG 20221011 040229 593
বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ

চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন মার্কিন নাগরিক। তারা হলেন, বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ফিলিপ এইচ ডিবভিগ। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে।

BDNiyog Facebook AD
সকল পিডিএফ/ফাইল বিডিনিয়োগ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকে। আমাদের প্রকাশিত কোনো ফাইলের প্রতি অভিযোগ/পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। আমাদের সাথে যোগাযোগ করুন
Back to top button