SSC Updates

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ নিয়ম, পদ্ধতি, কত টাকা লাগে | বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩

BDNiyog Telegram AD

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ হলো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেকোনো পরীক্ষার্থী তার খাতা পুনঃনিরীক্ষণ করার সুযোগ। এই সুযোগটি ব্যবহার করে পরীক্ষার্থীরা তাদের খাতায় যেকোনো ভুল বা ত্রুটির জন্য নম্বরের দাবি করতে পারে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার জন্য পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সময় পরীক্ষার্থীকে অবশ্যই নির্দিষ্ট ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর পরীক্ষার্থীকে তার খাতা পুনঃনিরীক্ষণের জন্য নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হতে হবে।

পরীক্ষার্থীর খাতা পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষকদের একটি দল খাতাগুলি পুনঃনিরীক্ষণ করবে। পুনঃনিরীক্ষণের সময় শিক্ষকরা খাতায় যেকোনো ভুল বা ত্রুটির জন্য নম্বরের দাবি পরীক্ষার্থীর দাবি যাচাই করবে। যদি শিক্ষকরা পরীক্ষার্থীর দাবি সঠিক বলে মনে করে, তাহলে তারা পরীক্ষার্থীকে নম্বর দেবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা তাদের ফলাফল অনলাইনে বা তাদের স্কুল থেকে সংগ্রহ করতে পারে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ একটি গুরুত্বপূর্ণ সুযোগ যা পরীক্ষার্থীদের তাদের ফলাফল উন্নত করার সুযোগ দেয়। যদি আপনি মনে করেন যে আপনার খাতায় কোনও ভুল বা ত্রুটি আছে, তাহলে অবশ্যই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করুন।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩ সময়সূচি

  • বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার সময়: ২৯/০৭/২০২৩ থেকে ০৪/০৮/২০২৩

বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ | | এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন

শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং গণিত-এর আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 109 লিখে send করুন 16222 নম্বরে। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> PIN <Space> Contact Number (যে কোন মোবাইল অপারেটর) লিখে send করুন 16222 নম্বরে।

উল্লেখ্য পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।

যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> Dha < Space> Roll Number <Space> 101 102 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগে?

বোর্ড চ্যালেঞ্জ করতে প্রতিটি বিষয়ের জন্য ১২৫ হারে ফি প্রযোজ্য হবে।

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৩
BDNiyog Facebook AD
সকল পিডিএফ/ফাইল বিডিনিয়োগ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকে। আমাদের প্রকাশিত কোনো ফাইলের প্রতি অভিযোগ/পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। আমাদের সাথে যোগাযোগ করুন
Back to top button