AppAD
AdmissionOthers

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ বিস্তারিত | Jkkniu.edu.bd

BDNiyog Telegram AD

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৯-২০

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার দেখুন এখানে…

আবেদনের সময়সীমাঃ ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ রাত ১২ পর্যন্ত।

সাধারণত ৫ ইউনিটে ভাগ করে ভর্তি পরিক্ষা নেওয়া হয়, A,B,C,D ও E ।

 

#ইউনিট :- A

#পরিক্ষার্থী :- এইসএসসি তে যারা বিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা শাখা, মানবিক শাখা, কারিগরি শাখা, মাদ্রাসা সহ সবাই পরীক্ষা দিতে পারবে।
#GPA
মানবিক  বিভাগ থেকে সর্বনিম্ন ৩.৫০ সহ মোট ৭.৫০ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে নূন্যতম ৩.৫০ সহ মোট ৮.০০ থাকতে হবে।
কারিগরি ও মাদ্রাসা  বিভাগের নূন্যতম ৩.৫০ সহ ৮.৫০ থাকতে হবে।
#প্রশ্নঃ
#নৈর্ব্যক্তিকঃ বাংলা-৩০, ইংরেজী-৩০, সাধারন জ্ঞান -১৫।
#লিখিত- বাংলা- ১০, ইংরেজি- ১৫।
#পাশ মার্কস:- ৩০ (তবে ইংরেজি বিষয় পেতে হলে HSC তে  ইংরেজি বিষয়ে ৫.০০ তে ৪.০০ থাকতে হবে। এছাড়াও ভর্তি পরিক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ইংরেজিতে ৩০ এ  ১২ পেতে হবে। ইংরেজিতে ১৫ নম্বরের লিখিত পরীক্ষায় ৬ নম্বর পেতে হবে।
(বিঃদ্রঃ যারা এমসিকিউতে ৭৫ এর মধ্যে ৩০ পাবে শুধু তাদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে, লিখিততে ২৫ এ পাশ মার্কস ১০)
#জিপিএ মার্কস:- এসএসসি-১২(৫*২.৪), এইচএসসি-১৮(৫*৩.৬)।
#আসনঃ
১.বাংলা-৫৫
২.ইংরেজী-৫০
৩. দর্শন – ৫০

# B ইউনিট

পরিক্ষর্থী:- বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে তবে নূন্যতম জিপিএ  ৩.৫০ সহ মোট ৭.৫০ লাগবে।
ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে  ২.৫ সহ ৬.৫০ থাকতে হবে।
#নম্বর:-নৈর্ব্যক্তিক ৭৫, লিখিত ২৫ এবং জিপিএ ৩০ সর্বোমোট ১৩০। এসএসসি(২.৪*৫)=১২ ও এইচএসসি(৩.৬*৫)=১৮।
#নৈর্ব্যক্তিক:- ইংরেজী-১০, রসায়ন- ১৫ পদার্থ- ২৫,উচ্চতর গণিত-২৫
লিখিতঃ বাংলা- ৫, ইংরেজি- ৫, পদার্থ – ৫, উচ্চতর গণিত – ৫, রসায়ন – ৫।
(বিঃদ্রঃ যারা এমসিকিউতে ৭৫ এর মধ্যে ৩০ পাবে শুধু তাদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে, লিখিততে ২৫ এ পাশ মার্কস ১০)
#আসন:- মোট আসন ১৬০টি
সাবজেক্টসমূহঃ
১.সিএসই(CSE-Computer Science & Engineering) – ৪০ টি আসন।
২. ইইই (EEE- Electrical & Electronics Engineering)- ৪০ টি আসন।
৩.ইএসই(ESE-Environmental Science & Engineering)- ৪০টি
৪.  Statistics- ৪০ টি
#ইউনিট :- C (ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে)
#পরিক্ষার্থী :- বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক, মাদরাসা বোর্ড সহ সকল বিভাগ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে।
মানবিক ও ব্যবসায় শিক্ষা  থেকে নূন্যতম ৩.৫০ সহ মোট ৭.০০ পেতে হবে।
বিজ্ঞান, কারিগরি ও মাদ্রাসা থেকে নূন্যতম ৩.৫০ সহ মোট ৭.৫০ পেতে হবে।
#পরিক্ষা_পদ্ধতি :- ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক,  লিখিত ২৫ এবং ৩০ নম্বর জিপিএ থেকে। মোট ১৩০ নম্বরের পরিক্ষা।
জিপিএ হিসাব করা হয়, এইচএসসি-১৮(৩.৬*৫) ও এসএসসি-১২(২.৪*৫)।
#নৈর্ব্যক্তিকঃ বাংলাঃ ১০, ইংরেজিঃ ২০, গনিতঃ ১৫
ব্যবসায় ও কারিগরি শাখার জন্য:-
হিসাববিজ্ঞান: ১৫, ব্যবসায় প্রয়োগ ও নীতিঃ  ১৫
#অন্যান্য শাখার  জন্যঃ সাধারণ জ্ঞান: ৩০
#লিখিতঃ বাংলা- ৮, ইংরেজি – ৯, ম্যাথ- ৮।
#পাশ_নম্বর : ৭৫ নম্বরের নৈর্ব্যক্তিক এ ৩০ ও লিখিত ২৫ এ ১০ পেতে হবে।
#আসন_সংখ্যা :- চারটি ডিপার্টমেন্ট এ ৫০ টি করে মোট ২০০ টি আসন।
১.হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি(AIS):- ৫০।
২.ফিনান্স এণ্ড ব্যাংকিং(F&B):- ৫০।
৩.মানব সম্পস ব্যবস্থাপনা(HRM):- ৫০।
৪. ম্যানেজমেন্ট- ৫০।
মোট আসনের ১৩% বিজ্ঞান বিভাগ থেকে, ৫%মানবিক ও মাদ্রাসা থেকে এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৮২% শিক্ষার্থী নেওয়া হয় .
#ইউনিট:- D (সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে)
#পরিক্ষার্থী :- যে কোন বিভাগ থেকে এএইচএসসি পাশ করা শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে।
বিজ্ঞান  থেকে নূন্যতম  ৪.০০ সহ মোট ৮.০০।
ব্যবসায় শিক্ষা থেকে নূন্যতম ৩.৭৫ সহ মোট ৮.০০।
মানবিক থেকে নূন্যতম ৩.৫০ সহ মোট ৭.৫০ থাকতে হবে।
কারিগরি ও মাদ্রাসা নূন্যতম ৪.০০ সহ ৮.০০ পেতে হবে।
#পরিক্ষা_পদ্ধতি :-
নৈর্ব্যক্তিকঃ
বাংলা-১৫, ইংরেজী-২৫, সাধারণ জ্ঞানঃ বাংলাদেশ – ১০, অান্তজার্তিক – ১০
গণিত- ৫, আইসিটি- ৫, বিষয়ভিত্তক- ৫
#লিখিত- ভাষান্তর- ১০, অনুচ্ছেদ শুদ্ধিকরণ – ১০, সাম্প্রতিক অনুচ্ছেদ -৫।
– জিপিএ- ৩০ নম্বর [এসএসসি-১২(২.৪*৫) ও এইচএসসি-১৮(৩.৬*)]
মোট ১৩০ নম্বরের পরিক্ষা।
#পাশ_নম্বর :- নৈর্ব্যক্তিক ৭৫ এর মধ্যে ৩০ পেতে হবে এবং নৈর্ব্যক্তিক অংশে  ইংরেজিতে ২৫ এর মধ্যে ৯ পেতে হবে। লিখিততে ২৫ এ ১০ পেতে হবে।
#আসন_সংখ্যা :- ৮ টি ডিপার্টমেন্ট এ মোট আসন সংখ্যা-৪০০ টি।
১. আইন – ৫০ টি।
২. অর্থনীতি -৫০ টি।
৩.  লোকপ্রসাশন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগ  -৫০ টি।
৪. ফোকলোর- ৫০ টি।
৫. নৃবিজ্ঞান -৫০ টি।
৬. পপুলেশন সাইন্স- ৫০ টি।
৭. স্থানীয় সরকার ও নগর উন্নয়ন- ৫০ টি।
৮. সমাজবিজ্ঞান -৫০
#আসন_সংখ্যা_বন্টনঃ মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬০%(প্রতি ডিপার্টমেন্ট আলাদা), বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৮%(প্রতি ডিপার্টমেন্ট আলাদা) এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য ১২%(প্রতি ডিপার্টমেন্ট আলদা)
আইন পেতে হলে প্রথম দিকে থাকতে হবে মেধাক্রম।

#ইউনিট : E ইউনিট।

#পরিক্ষার্থী : সকল বিভাগ থেকে এইচএসসি পাশ করা শিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারবে।
সকল বিভাগে  GPA নূন্যতম ৩.০০  সহ মোট ৭.০০ পেতে হবে।
#পরিক্ষা_পদ্ধতি :-নৈর্ব্যক্তিক ৭৫ টি।
(বাংলা- ২০, ইংরেজী- ১৫, চারুকলা- ১০, সঙ্গীত- ১০ থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ -১০ এবং ফিল্ম এন্ড মিডিয়া-১০)
#লিখিতঃ বাংলা ( বর্ণনামূলক) -১৫
ইংরেজি (বর্ণনামূলক) – ১০।
(বিঃদ্রঃ যারা এমসিকিউতে ৭৫ এর মধ্যে ৩০ পাবে শুধু তাদের লিখিত খাতা মূল্যায়ন করা হবে, লিখিততে ২৫ এ পাশ মার্কস ১০)
#ব্যবহারিক পরীক্ষাঃ ৫০ মার্কস। ব্যবহারিক পরীক্ষার ৫০ মার্কস এর মধ্যে  নূন্যতম ২০ পেতে হবে।
#জিপিএ :-৩০ নম্বর।[এসএসসি-১২(২.৪*৫), এইচএসসি-১৮(৩.৬*৫)]
#আসন_সংখ্যা :- ৪টি ডিপামেন্ট এ ১৪৫ টি আসন।
১. সঙ্গীত:- আসন ৫৫ টি।
২. চারুকলা:- আসন ৪০ টি।
৩. থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ:- আসন ২৫ টি।
৪. ফিল্ম এন্ড মিডিয়া:- ২৫ টি।
#বিভিন্ন ইউনিটের আবেদন ফিঃ
৮১০ টাকা( প্রত্যেক ইউনিট)

 

#পরীক্ষার তারিখ:

A: ১৭/১১/২০১৯
B: ১৮/১১/২০১৯
C: ১৯/১১/২০১৯
D: ২০/১১/২০১৯
E: ২১/১১/২০১৯
পরীক্ষার সার্কুলার ডাউনলোড => এখানে ক্লিক করুন
BDNiyog Facebook AD
সকল পিডিএফ/ফাইল বিডিনিয়োগ বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ওয়েবসাইট থেকে সংগ্রহ করে থাকে। আমাদের প্রকাশিত কোনো ফাইলের প্রতি অভিযোগ/পরামর্শ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাযথ ব্যবস্থা নিবো। আমাদের ই-মেইল করুন
Back to top button